Latest

 


Breaking News

নবাবগঞ্জে জরুরী আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত



ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান সকল স্কুল ও কলেজের শিক্ষকদের সাথে দেশের চলমান পরিস্থিতি নিয়ে  জরুরী আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার  নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। এসময় সেখানে নবাবগঞ্জ  থানা অফিসার্স ইনচার্জ আব্দুল ওয়াদুদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরে শেফা,প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান,মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক,উপজেলা সমবয় অফিসার নাসিমুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখারুল ইসলাম,   সহ ৮ টি ইউপি চেয়ারম্যান,সরকারী কর্মকর্তাবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অনেকে উপস্থিত ছিলেন। 

উপজেলা নিবাহী অফিসার বলেন,দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজকে জরুরী সভার আয়োজন করা হয়।  বিভিন্ন ধর্মের লোকদের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং সুসম্পর্ক স্থাপন নিশ্চিত করার ওপর জোর দেওয়া,কারো ইন্ধনে বা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।

কোন মন্তব্য নেই