Latest

 


Breaking News

হাতিশাল আল-ইনসাফ শান্তি সংঘ এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও সুধী সমাবেশ।



ওয়ায়েস কুরুনী, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

"মানব সেবায় আমরা সবাই, আলোকিত সমাজ গড়ায় "এর প্রতিপাদ্যকে সামনে রেখে হাতিশাল আল-ইনসাফ শান্তি সংঘ এর উদ্যোগে শীত  বস্ত্র বিতরণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে  গত ১৮ ডিসেম্বর বুধবার  বেলা  ২.০০ ঘটিকায়  দিনাজপুর  নবাবগঞ্জ উপজেলার হাতিশাল মাদ্রাসা মাঠে  মোঃ আতাউর রহমান সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  দাউদপুর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিশবন্দী হাতিশাল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃজাহিদুল ইসলাম,  গ্রামের ১১৪ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ও সুধি সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে আল-ইনসাফ শান্তি সংঘ এর ৩৪ জন সদস্যসহ হাতিশাল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আত্র সংগঠনের সভাপতি আতাউর রহমান বলেন

কম্বল বিতরণের পর মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই