নবাবগঞ্জে চাইনিজ পিস্তল ও দেশীয় অস্ত্রসহ যুবকে আটক করছে যৌথ বাহিনী ও পুলিশ।
ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর
দিনাজপুরের নবাবগঞ্জে চাইনিজ পিস্তল ও দেশীয় অস্ত্রসহ বিপ্লব মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার রাত সাড়ে ৮ টায় লেঃ কর্নেল মশিহ উদ্দিন আহমেদ, অধিনায়ক ৭ হর্স এবং ক্যাপ্টেন রায়হান-উল-হাসান, মধ্যপাড়া সেনা ক্যাম্প কমান্ডার, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব মোঃ আনিসুর রহমান ও নবাবগঞ্জ থানা পুলিশের ০১টি টিমসহ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেন। আটককৃত কুচদহ আজীবর পাড়ার আহাদ আলীর ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপ্লব মিয়ার বাড়িতে ।অবৈধ অস্ত্র মাদক রয়েছে। এমন সংবাদ পেয়ে যৌথ বাহিনীর একটি দল ওই যুবকের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই যুবক যৌথ বাহিনী উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা ওই যুবকে ধাওয়া করে আটক করে। দেশীয় তৈরি ০১টি হাসুয়া, ০১টি চাপাতি, ০১টি চাইনিজ চাকু উদ্ধারপূর্বক ব্যাপক জিজ্ঞসাবাদে ধৃত আসামীর দেখানো মতে নবাবগঞ্জ থানাধীন ৯নং কুশদহ ইউনিয়নের অন্তর্গত শিবপুর গ্রামস্থ শিবপুর এগ্রো ফার্মসের ভিতরে গরুর খামার সংলগ্ন পুকুরের উত্তর পার্শ্বে আমবাগান ও বড়ই বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থিত মেহগুনি গাছের গোড়ায় অনুমান ০১ফিট মাটির নিচ হইতে একটি বিদেশী 9mm পিস্তল, ১১ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয়। উক্ত বিষয়ে নবাবগঞ্জ থানার মামলা নং-১৭. তারিখ-২৮/০১/২০২৫ খ্রিঃ, ধারা-19(F)/19-A The Arms Act 1878 করতঃ তদন্তভার এসআই মোঃ আব্দুর রহিম এর উপর অর্পন করা হয়েছে।
কোন মন্তব্য নেই