৪ গুড় ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার
ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে ভেজাল গুড় তৈরির অভিযোগে ৪ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫০ এবং ৪২ ধারায় ৯০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার।
সোমবার সকাল ১১ টায় উপজেলা বিভিন্নস্থানে অভিযান চালিয়ে দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষেণের সহকারী পরিচালক মমতাজ বেগম এই জরিমানা করেন। এসময় সেনেটারী ইন্সপেক্টর মোঃ মোকসেদুল মোমিন সঙ্গীয় ফোর্সসহ অনেক উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন,নিয়মিত বাজার মনিটরিংয়ের কার্যক্রমের অংশ হিসেবে নবাবগঞ্জের গুড় কারখানায় ভেজাল গুড় তৈরি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে গুড় কারখানাগুলোতে অভিযান পরিচালনা করে ৪জন গুড় কারখানার মালিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
কোন মন্তব্য নেই