Latest

 


Breaking News

নবাবগঞ্জ উপজেলা এবি পার্টি র কার্যালয় উদ্ভোদন মত বিনিময় ও আলোচনা সভা।

ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ  দিনাজপুর প্রতিনিধিঃ

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)   নবাবগঞ্জ উপজেলা শাখা কার্যালয় শুভ উদ্ভোদন করা হয়। উপজেলা আহবাহক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি র কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব আনোয়ার সাদাত টুটল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান,  এবি যুব পার্টি র কেন্দ্রীয় সদস্য সচিব জনাব হাদিুজ্জামান খোকন দিনাজপুর জেলা আহবাহক জনাব অধ্যক্ষ মুহা.শহিদুল ইসলাম,সিনিয়র যুগ্ন সদস্য সচিব নবাবগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান,  সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ এবি যুব পার্টি দিনাজপুর জেলা শাখার আহবাহক আমানুল্লাহ সরকার রাসেল সিনিয়র যুগ্ন আহবাহক,ও নবাব গন্জ যুগ্ন সদস্য সচিব সাইদুর রহমান সুমন, জেলা যুব পার্টি র সদস্য সচিব হাদিসুর রহমান সহ  এবি পার্টি, এবি যুব পার্টি র  জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।




কোন মন্তব্য নেই