Latest

 


Breaking News

বিরামপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ......





স্টাফ রিপোর্টার :

দিনাজপুরের বিরামপুরে আজ বুধবার বিকেল ৪টায় জোতবানী ইউনিয়নের চাকুল নারুলী নুরুল হুদা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের খোলাহাটি ক‍্যান্টনমেন্টের ৭হর্স ইউনিটের উপ অধিনায়ক এবং মধ্যপাড়া আর্মি ক‍্যাম্পের ক‍্যাম্প কমান্ডার মেজর এস এম আশিক-উজ-জামান, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, খোলাহাটি ক‍্যান্টনমেন্টের ৭হর্স ইউনিটের ক‍্যাপ্টেন রায়হান-উল -হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার এনামুল হক চৌধুরী ও জোতবানী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।

এসময় স্থানীয় হত দরিদ্র বৃদ্ধ ব‍্যক্তি ও দুটি এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ২শত উন্নতমানের কম্বল বিতরণ করা হয়

কোন মন্তব্য নেই