জুলাই আগস্ট বিপ্লবে নিহত শহীদ আশিকুলের মরদেহ ৫ মাস পর কবর থেকে উত্তোলন
স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের নবাবগঞ্জে নিহত হবার পাঁচ মাস পর ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হল জুলাই আগস্ট বিপ্লবে ঢাকায় নিহত হওয়া নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের আশিকুল ইসলামে মরদেহ।
বুধবার ৮ই জানুয়ারি সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের উপস্থিতিতে শহীদ আশিকুল ইসলামের গ্রামের বাড়ি নরহরিপুর গ্রামের কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ সময় নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ,মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াহাব,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চল ঢাকার রামপুরা দক্ষিণ বনশ্রী এলাকায় গুলির আঘাতে আশিকুল ইসলাম শহিদ হন। পরবর্তীতে তার মা আরিশা আফরোজ বাদী হয়ে ঢাকা মহানগর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর খিলগাঁও থানায় ১৩ জনের নাম উল্লেখ করে ও ১৫০ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়।এই মামলার প্রেক্ষিতে ময়নাতনদের জন্য মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়।
কোন মন্তব্য নেই