নবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে ইটভাটায় অভিযান, ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা



ওয়ায়েস কুরুনী স্টাফ রিপোর্টার 

আজ বৃহস্পতিবার (বেলা ১২টা) নবাবগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নেতৃত্বে দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশবিরোধী কার্যক্রমের প্রমাণ পাওয়ায় ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।


অভিযানটি পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা। তার সঙ্গে ছিলেন মো. মলিন মিয়া, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয় এবং প্রভাতী রানী, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়।


অভিযানে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিসসহ অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দুটি ভাটায় অভিযান চালিয়ে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় একটি ইটভাটার আগুন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়।


পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ