নবাবগঞ্জে ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার


 নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে ডেভিল হান্ট বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ জিয়াউর রহমান মানিককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিনোদনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ২০১৩ সালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে নতুন কমিটির সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে—

মামলা নং-০৭ (২৬/০৮/২০২৪) ধারা: ৩০২/৩৪ পেনাল কোডে এজাহারনামীয় ৩নং আসামী।

মামলা নং-০৪ (০৮/০১/২০২৫) ধারা: ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/১১৪ পেনাল কোড ও 3/4/6 Explosive Substances Act, 1908 এর এজাহারনামীয় ৪নং আসামী।

মামলা নং-০৪ (০২/১২/২০২৪) ধারা: ১৪৩/৪৪৭/৪৪৮/৩৪২/৩৮৬/৩৭৯/১১৪ পেনাল কোডে তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী।

গ্রেফতারকৃতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। নবাবগঞ্জ থানার ওসি জানান, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ