নবাবগঞ্জে ভ্যানে কিশোরীকে ইভটিজিং, থানায় অভিযোগ

 


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক কিশোরীকে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. শামসুল হক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ৭ নং দাউদপুর ইউনিয়নের দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্থানীয় ভ্যানে করে দাউদপুরের দিকে যাচ্ছিল। পথে হেয়াতপুর গ্রামের মো. শহিদুল ইসলাম (৩৫) একই ভ্যানে বসে ওই কিশোরীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগ রয়েছে।

কিশোরী প্রতিবাদ করলে ভ্যান থামানো হয়। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে অভিযুক্ত ব্যক্তি দ্রুত সটকে পড়ে। পরে বাড়িতে গিয়ে ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানায়।

এ ঘটনায় নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ