নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ থানার পুলিশ ‘ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান পরিচালনা করে এক আইন-শৃঙ্খলা বিঘ্নকারীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৫ আগস্ট ২০২৫ খ্রিঃ) রাত ২টা ৩০ মিনিটের সময় নবাবগঞ্জ থানার অফিসার ও ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে নবাবগঞ্জ থানাধীন পরমানন্দপুর (হিন্দুপাড়া) এলাকা থেকে শ্রী নারায়ন চন্দ্র মহন্ত (৬৫) কে গ্রেফতার করে। তিনি দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আলোচিত হেলমেট বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নং-০৪, তারিখ-০৮/০১/২০২৫ খ্রিঃ, জিআর নং-০৪, তারিখ-০৮/০১/২০২৫ খ্রিঃ অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/১১৪ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
অভিযানকালে তাকে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
0 মন্তব্যসমূহ