দিনাজপুরের নবাবগঞ্জ থানায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫ খ্রিঃ) রাত ১২টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বল্লভপুর এলাকা থেকে সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত মোঃ আব্দুল জব্বার, মোঃ লবু মিয়া ও মোঃ জুয়েলকে গ্রেফতার করা হয়।
একই সময় জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে খালিপপুর (খামাড়পাড়া) এলাকা থেকে মোঃ আলতাব হোসেন ও মোঃ রয়েল, ভাদুরিয়া বাজার থেকে মোঃ জাহিদুল ইসলাম, বড় মাগুড়া (বালুয়াচড়া) এলাকা থেকে মোঃ শাওন মিয়া এবং লাউগাড়ী এলাকা থেকে মোঃ পুতুল মিয়াকে আটক করা হয়। এছাড়া নিয়মিত মামলার আসামি মোঃ এহিয়া (৪৫), সাং-হরিপুর (খলিশাগাড়ী) এলাকা থেকে গ্রেফতার হন।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।
0 মন্তব্যসমূহ