ডেভিল হান্ট অভিযানে নবাবগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

 


দিনাজপুরের নবাবগঞ্জ থানায় পুলিশের 'ডেভিল হান্ট' নামক বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন। গত রোববার (৪ আগস্ট) রাত ১২টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত টানা এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নবাবগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নং-০৪, তারিখ-০৮/০১/২০২৫, জিআর নং-০৪ অনুযায়ী দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/১১৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় অভিযুক্ত আসামিদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও একই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আতাউর রহমান (৫২), পিতা মৃত আজাহার আলী, সাং-শির্না এবং ৮নং মাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জহুরুল ইসলাম (৩২), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, সাং-আজমপুরকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দু’জনকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ