নিজস্ব প্রতিবেদক :
দিনাজপুরের নবাবগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পারফরমেন্স বেজড পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশস স্কিম (SEDP)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে ৩৬ জন শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসএসসি পর্যায়ে নির্বাচিতদের ১০ হাজার এবং এইচএসসি পর্যায়ে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ শামসুজ্জামান এবং জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ।
আয়োজনটি পরিচালনা করে উপজেলা ও জেলা শিক্ষা অফিস। বক্তারা বলেন, এই প্রকল্প শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
0 মন্তব্যসমূহ