নবাবগঞ্জ (দিনাজপুর), গত ৩১ অক্টোবর
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে মোঃ মরফিদুল ইসলাম (৩৮) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ মতিন। দণ্ডপ্রাপ্ত মরফিদুলকে শুক্রবার দুপুরে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।
এর আগে, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের পশ্চিম খোদাইপুর নাওভাঙ্গা গ্রামের রাস্তার সামনে মাদক সেবনেরত অবস্থায় তাকে আটক করে পুলিশ।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির মাহফুজ এবং থানার এসআই ডেভিড হিমাদ্রি বর্মন ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট প্রশাসন জানায়।

0 মন্তব্যসমূহ