নবাবগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত সন্দেহে প্রতিবন্ধী যুবক তনজিদ আলম হাসপাতালে ভর্তি

 


ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট : অক্টোবর ২০২৫ :দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের আমতলা গ্রামের মোঃ তনজিদ আলম (২১), পিতা সাফায়ত — শারীরিক প্রতিবন্ধী এক যুবক আজ (৩০ অক্টোবর) অসুস্থ হয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সতর্কবার্তা:
প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের প্রতি মানবিক আচরণ এবং সহায়তা প্রদানে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা ও সচেতনতা তাদের সুস্থতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

ChatGPT can make mistakes. Check im

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ