ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট : ২৮ অক্টোবর ২০২৫: নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মোঃ আসিফ ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃমুনতাসির মাহফুজ। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সোলায়মান হোসেন মেহেদী। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সিভিল সার্জন তার বক্তব্যে বলেন— “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়; এটি এখানকার মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার একটি বড় অর্জন। এখন থেকে ডেন্টাল চিকিৎসা, আলট্রাসনোগ্রাম, এক্স-রে সেবা সহ বিশেষায়িত চিকিৎসা স্থানীয় পর্যায়ে সহজেই পাওয়া যাবে। রোগীদের আর জেলা সদর হাসপাতালে গিয়ে দীর্ঘ ভোগান্তি পোহাতে হবে না।”
তিনি আরও জানান— “পর্যায়ক্রমে জনবল বৃদ্ধি, অপারেশন থিয়েটারকে আরও আধুনিকায়ন, জরুরি বিভাগের সক্ষমতা বৃদ্ধি এবং নারীদের জন্য আলাদা নামাজঘরসহ অতিরিক্ত রোগী-সেবাবান্ধব সুবিধা যুক্ত করা হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন— “নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এখন আধুনিক স্বাস্থ্যসেবার নতুন রূপে যাত্রা শুরু করলো। শয্যাসংখ্যা বৃদ্ধির ফলে একসঙ্গে আরো বেশি রোগীকে ভর্তি করে উন্নত পরিচর্যা দেওয়া সম্ভব হবে। আমরা জনগণের সেবায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাবো।”
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, উন্নীতকরণের ফলে এখন স্বাস্থ্য কমপ্লেক্সটিতে— ✅ সম্পূর্ণ সাজসজ্জাসহ অপারেশন থিয়েটার
✅ এক্স-রে সার্ভিস
✅ আলট্রাসনোগ্রাম ইউনিট
✅ ডেন্টাল চিকিৎসা কেন্দ্র
✅ নতুন কেবিন ব্লক
✅ ভর্তি রোগীদের উন্নত মানের খাবার
✅ মহিলাদের জন্য আলাদা নামাজঘর
✅ সার্বক্ষণিক চিকিৎসা সেবা
এসব সুবিধা যুক্ত হওয়ায় স্থানীয় মানুষের চিকিৎসা প্রাপ্তি সহজ হয়েছে এবং স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হলো বলে সংশ্লিষ্টরা জানান।

0 মন্তব্যসমূহ