ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একজন সন্দেহভাজন এ্যানথ্রাক্স (Anthrax) রোগী সনাক্ত হয়েছে। জানা যায়, কয়েকদিন আগে অসুস্থ গরুর মাংস কাটাকাটি করার পর ওই ব্যক্তি জ্বরে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা রোগীর শরীরিক লক্ষণ পর্যবেক্ষণ করে এ্যানথ্রাক্স সন্দেহে চিকিৎসা প্রদান করছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ্যানথ্রাক্স সাধারণত অসুস্থ বা আক্রান্ত পশুর সংস্পর্শে এলে ছড়াতে পারে। বিশেষত জবাই, চামড়া ছাড়ানো বা মাংস কাটাকাটির সময় সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তাই গরু বা অন্যান্য পশু জবাইয়ের আগে ভেটেরিনারি সূত্রে পরীক্ষা করা এবং অসুস্থ পশুর মাংস না খাওয়ার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে জানা যাবে তিনি এ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন কিনা।
জনসাধারণের প্রতি সতর্কবার্তা হিসেবে জানানো হয়েছে—
পশু জবাইয়ের আগে পরীক্ষা নিশ্চিত করা, অসুস্থ পশুর সংস্পর্শ এড়িয়ে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চললেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

0 মন্তব্যসমূহ