মাহমুদপুরে প্রকাশ্যে জুয়া: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড

 


ওয়ায়েস কুরুনী স্টাফ কোসপেন্ডেন্ট 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কবুলিপাড়া এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার সময় হাতেনাতে আটক হওয়া এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মোঃ আব্দুস সাত্তার (৫৫), পিতা আব্দুস সামাদ, সাং – কবুলিপাড়া, থানা – নবাবগঞ্জ, জেলা – দিনাজপুর। বৃহস্পতিবার রাতের এ অভিযানে নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজ।


তিনি প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৪ ধারায় মোঃ আব্দুস সাত্তারকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে এই শাস্তি প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসিল্যান্ড জানান, সামাজিক অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ