দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত



দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।


মাদ্রাসা সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সংশোধিত জনবল কাঠামো ও সরকারি নিয়োগ বিধি অনুসারে এই পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় মোট ১৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন এবং ৩ জন অনুপস্থিত ছিলেন।


পরীক্ষা গ্রহণের দায়িত্বে ছিলেন নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ। সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণে প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


পরীক্ষা তত্ত্বাবধান করেন সহকারী পরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মোঃ বুলবুল আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শমসের আলী, মাদ্রাসার সুপার মোঃ মশফিকুর রহমান এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাজাহান সিরাজ।


বোর্ড সদস্যরা জানান, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল যাচাই-বাছাই শেষে যোগ্য ও মেধাবী প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।


মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাজাহান সিরাজ বলেন, “আমরা সম্পূর্ণ স্বচ্ছতা ও সততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হবেন।”


উল্লেখ্য, দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে। এ নিয়োগের মাধ্যমে মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ