ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট
শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে দশটায় দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন নবাবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মরহুম মাহবুবুর রহমানের কবর জিয়ারত করেন।
এ সময় তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। জানা যায়, তিনি সকালে ঢাকা থেকে নবাবগঞ্জে এসে সরাসরি কবর জিয়ারতে অংশ নেন এবং কিছুক্ষণ অবস্থান করেন।

0 মন্তব্যসমূহ