ওয়ায়েস কুরুনী স্টাফ রিপোর্টার:
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (ইউপিডিএফ) এর অর্থায়নে নবাবগঞ্জে বিভিন্ন উপকারভোগীদের মধ্যে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন ও ফ্যান বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ মে) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুম থেকে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংপুর বিভাগের কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মোঃআশরাফুল হক,সহকারী কমিশনার (ভূমি) মোঃরেজাউল ইসলাম বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি সহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজনে ছিলেন নবাবগঞ্জ উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন করেন।
বিতরণ শেষে কর্মকর্তারা বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, বিতরণকৃত সামগ্রীগুলো সুবিধাভোগীদের মধ্যে স্বচ্ছতা ও যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ