ওয়ায়েস কুরুনী স্টাফ রিপোর্টার: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক রাতে একই সময়ে তিনটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের ফাইবার ক্যাবল কেটে ও চুরি করে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে করে গ্রাহক সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানগুলো।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো— ফ্রেন্ডস ব্রডব্যান্ড নেটওয়ার্ক, প্রান্ত এন্টারপ্রাইজ ও নবাবগঞ্জ ব্রডব্যান্ড নেটওয়ার্ক। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল ১২ মে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে কে বা কারা পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কেটে দেয় ও কিছু অংশ চুরি করে নিয়ে যায়।
ফ্রেন্ডস ব্রডব্যান্ড নেটওয়ার্ক এর পপ ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, তিনি কোনো হিংসা-প্রতিহিংসা ছাড়া দীর্ঘ ৬ মাস ধরে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু সম্প্রতি একটি মহল তাকে এবং অন্যান্য উদ্যোক্তাদের ব্যবসায়িকভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, “এভাবে চলতে থাকলে আমরা ক্ষতিগ্রস্ত হবো এবং জনগণ ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হবে।”
ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং দ্রুত আইনি পদক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ