ওয়ায়েস কুরুনী, স্টাফ করেসপন্ডেন্ট দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বেগম রোকেয়া দিবস ও ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশের SUPPORT প্রকল্পের উদ্যোগে এবং মহিলা বিষয়ক অধিদফতর ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় একশত নারীসহ বিভিন্ন কমিউনিটির সদস্য অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন ও সঞ্চালনা করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। রঙিন র্যালিটি ইউএনও কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে আলোচনা সভা ও ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্যে ইউএনও মো. জিল্লুর রহমান বলেন,
“যাদের আজ সম্মাননা দেওয়া হচ্ছে, তারা একসময় সমাজে অবহেলিত ছিলেন। নানান প্রতিবন্ধকতা অতিক্রম করে তারা আজ অন্যদের জন্য অনুপ্রেরণার শক্তি হয়ে দাঁড়িয়েছেন। তারা অদম্য সাহসের প্রতীক।”
তিনি বেগম রোকেয়ার নারীর ক্ষমতায়নে অবদান স্মরণ করেন এবং পাঁচটিরও বেশি এনজিও ও স্থানীয় সংগঠনের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
উপজেলা পর্যায়ে মোট পাঁচজন নারীকে ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ প্রদান করা হয়। এর মধ্যে ইসলামিক রিলিফ বাংলাদেশের SUPPORT প্রকল্পের স্বনির্ভর গোষ্ঠী (SHG) থেকে তিনজন সম্মাননা অর্জন করেন—
মোছা. লভলী বেগম (বিনোদনগর ইউনিয়ন, অ্যাপেক্স বডি প্রেসিডেন্ট) – সামাজিক উন্নয়নে অসাধারণ অবদান রাখায়।
মোছা. বিলকিস বেগম (গোলাপগঞ্জ ইউনিয়ন) – অর্থনৈতিকভাবে সফল নারী হিসেবে স্বীকৃতি।
মোছা. আফরোজা বেগম (পুটিমারা ইউনিয়ন) – নির্যাতন প্রতিরোধ ক্যাটাগরিতে সম্মাননা; নির্যাতন জয় করে জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য স্বীকৃতি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। দিনটি জুড়েই ছিল নারীর ক্ষমতায়ন, সাহস ও অদম্যতার উজ্জ্বল বার্তা।

0 মন্তব্যসমূহ