মনোহরপুর ভবিষ্যৎ আলো সংঘের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ


ওয়ায়েস কুরুনী শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে মনোহরপুর ভবিষ্যৎ আলো সংঘের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ কর্মসূচি–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ২টায় মনোহরপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩০ জন গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শাফিউল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও মনোহরপুর ভবিষ্যৎ আলো সংঘ মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপশ কুমার সরকার। অতিথিরা সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম সমাজের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন।


এসময় সংগঠনের সহ-সভাপতি মোঃ জাহিদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মনোহরপুর ভবিষ্যৎ আলো সংঘে বর্তমানে মোট ১২০ জন সদস্য সক্রিয়ভাবে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।


অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


সংগঠনের স্লোগান— “চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে”—এই অঙ্গীকারে ২০২৫ সালে প্রতিষ্ঠিত মনোহরপুর ভবিষ্যৎ আলো সংঘ মানবতার কল্যাণে সফলতার সন্ধানে এগিয়ে চলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ