ওয়ায়েস কুরুনী শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে মনোহরপুর ভবিষ্যৎ আলো সংঘের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ কর্মসূচি–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ২টায় মনোহরপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩০ জন গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শাফিউল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও মনোহরপুর ভবিষ্যৎ আলো সংঘ মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপশ কুমার সরকার। অতিথিরা সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম সমাজের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন।
এসময় সংগঠনের সহ-সভাপতি মোঃ জাহিদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মনোহরপুর ভবিষ্যৎ আলো সংঘে বর্তমানে মোট ১২০ জন সদস্য সক্রিয়ভাবে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সংগঠনের স্লোগান— “চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে”—এই অঙ্গীকারে ২০২৫ সালে প্রতিষ্ঠিত মনোহরপুর ভবিষ্যৎ আলো সংঘ মানবতার কল্যাণে সফলতার সন্ধানে এগিয়ে চলেছে।

0 মন্তব্যসমূহ