ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপেন্ডেন্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণ নির্বিঘ্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন নির্বাচনী ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তা, ভোট কক্ষের দরজা-জানালা, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা, শৌচাগার, কেন্দ্রের বাউন্ডারি এবং সার্বিক অবকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখা হয়। পাশাপাশি ব্যালট বাক্স সংরক্ষণ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতিও পর্যালোচনা করা হয়।
এ সময় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো চিহ্নিত করা হয় এবং এসব কেন্দ্রে নিরাপত্তা জোরদারসহ ঝুঁকি প্রশমনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নিয়মিতভাবে ভোট কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, নির্বাচনী কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

0 মন্তব্যসমূহ