চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার



ওয়ায়েস কুরুনী স্টাফ রিপোর্টার 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮নং মাহমুদ পুর  ইউনিয়নের  হরিনাথপুর  নামাকাঁঠাল গ্রামে মোছাঃ আইরিন (১৮) নামের চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।


নিহত আইরিনের স্বামীর নাম মোঃ রিপন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ঘরে কেউ উপস্থিত ছিল না। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটলো, তা নিয়ে এলাকাজুড়ে চলছে নানা গুঞ্জন ও প্রশ্ন।


পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


স্থানীয় এক বাসিন্দা বলেন, “আইরিন খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। সে গর্ভবতী ছিল বলেও জানতাম। এমন মৃত্যু মানা যায় না।”


নিহতের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।


তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে থানা পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ