ওয়ায়েস কুরুনী স্টাফ রিপোর্টার
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ পিস নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জিরো টলারেন্স নীতির আওতায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ১৫ মে রাত ৮টা ৫৫ মিনিটে থানা এলাকার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামে মোঃ জামাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি তার বসতবাড়ির প্রবেশ পথের কাঁচা রাস্তা থেকে হাতেনাতে গ্রেফতার হন।
গ্রেফতারকৃত জামাল হোসেনের দিঘীরত্না গ্রামে মোঃ আনছার আলী ছেলে।
তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ২৯(ক) ধারায় মামলা (মামলা নম্বর-০৮, তারিখ-১৬/০৫/২০২৫ খ্রিঃ) দায়ের করা হয়েছে।
নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান সাড়াশি অভিযান আরও জোরদার করা হবে এবং এলাকায় মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
0 মন্তব্যসমূহ