নবাবগঞ্জে তরুণদের দক্ষতা গড়ার অঙ্গীকার: ‘আমরাই পারি আমরাই পারবো’ প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু

 


ওয়ায়েস কুরুনী স্টাফ রিপোর্টার :

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে গিটার, কি-বোর্ড, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের জন্য “আমরাই পারি আমরাই পারবো” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একটি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উদ্যোগে সহযোগিতা করেছে ইনার হুইল ক্লাব, ঢাকা মেট্রোপলিটন-৩২৮।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল আজিম আনু। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ হাসান তারেক।


বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্র তরুণ-তরুণীদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান এবং নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

বেকারত্ব দূরীকরণে এমন উদ্যোগ সময়োপযোগী এবং প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তাঁরা।


অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রশিক্ষণ কেন্দ্রটির সাফল্য কামনা করেন এবং এর কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ