বিরামপুরে নিজ ঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার



ওয়ায়েস কুরুনী স্টাফ রিপোর্টার 

দিনাজপুরের বিরামপুর উপজেলার বেপারী টোলা গ্রামে নিজ বাড়ির খাটের নিচ থেকে মতিউর রহমান বুদা (৬৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ মে) মতিউর রহমান তার মেয়ের বাড়িতে গিয়েছিলেন। এরপর বুধবার তাকে এলাকায় দেখা গেলেও শুক্রবার (জুমার নামাজ) শেষে প্রতিবেশীরা তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ টের পান। সন্দেহ হলে তারা আশপাশের লোকজনকে বিষয়টি জানান এবং পরে খবর দেওয়া হয় বিরামপুর থানা পুলিশে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের শয়নকক্ষে খাটের নিচ থেকে বিবস্ত্র ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল  কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মৃত মতিউর রহমান বুদা মৃত অলিমুদ্দিন সরদারের ছেলে।

মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। পুলিশের ধারণা, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ