নবাবগঞ্জে পরিবেশ সচেতনতায় বৃক্ষমেলা ও র‍্যালি অনুষ্ঠিত

 


স্টাফ রিপোর্টার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আজ সোমবার, ২১ জুলাই ২০২৫, “পরিবেশের কল্যাণে গাছ, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশ সচেতন নাগরিক, স্কাউটস সদস্য এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সবাই সাদা টি-শার্ট ও ক্যাপ পরে র‍্যালিতে অংশগ্রহণ করে, যা পুরো পরিবেশে একটি উৎসবমুখর আবহ তৈরি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক নূরুন নাহার, নবাবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা তাপস কুমার এবং উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক। তারা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে নিজ নিজ জায়গা থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় এক দিনের একটি ক্ষুদ্র বৃক্ষমেলা, যেখানে স্থানীয় নার্সারিগুলো ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করে। সাধারণ মানুষ সেখানে বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ করে পরিবেশ রক্ষায় অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, খরা, অতিবৃষ্টি, তাপদাহসহ নানা দুর্যোগের মূল কারণ পরিবেশ বিপর্যয়। একমাত্র গাছই পারে পৃথিবীকে আবার সুস্থ ও ভারসাম্যপূর্ণ করে তুলতে। এজন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যায় অংশ নিতে হবে।

পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও সুশৃঙ্খল। পরিবেশ রক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এমন ব্যাপক জনসম্পৃক্ততা প্রশাসনের প্রতি জনগণের আস্থার প্রতিফলন বলেই মনে করেন আয়োজকরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ