নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে যৌথ বাহিনীর কড়া তল্লাশি ও অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ হর্স ইউনিট এবং নবাবগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এ চেকপোস্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে যানবাহনের কাগজপত্র যাচাই, হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ চালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ১৭টি মামলা করা হয় এবং সর্বমোট ৮১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
হেলমেট না থাকার কারণে ২টি মামলায় ৬ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১২টি মামলায় ৬০ হাজার টাকা, রেজিস্ট্রেশনবিহীন গাড়ির জন্য ১টি মামলায় ১০ হাজার টাকা এবং ঝুঁকিপূর্ণ চালনার কারণে ২টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সেনাবাহিনীর সদস্যরা সশস্ত্র দায়িত্ব পালন করেন এবং পুলিশ সদস্যরা চালকদের কাগজপত্র পরীক্ষা করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই অভিযান চলমান থাকবে এবং যানবাহন চালকদের হেলমেট পরা ও বৈধ কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে।
এই যৌথ অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ