দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদ্যাপন


ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ-এর আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা গেলে প্রবাসী শ্রমিকরা নিরাপদ ও সম্মানজনকভাবে কাজের সুযোগ পাবেন। একই সঙ্গে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।

বক্তারা আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের অধিকার সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, ইলেকট্রনিক্স ট্রেডের ইন্সট্রাক্টর (টিটিসি, দিনাজপুর) মোছাঃ খাতিজা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ