নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে আটক ইউপি সদস্য মোঃ আলমাস হোসেন (৫০)-কে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি ২নং বিনোদনগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
আটক মোঃ আলমাস হোসেন পিতা মোঃ ইদ্রিস আলী ও মাতা মোছাঃ আলেমা খাতুন। তাঁর বাড়ি নবাবগঞ্জ উপজেলার কৃষ্ট জীবনপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাঁকে আটক করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২নং বিনোদনগর ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক ছিলেন। এছাড়াও তিনি সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত।
নবাবগঞ্জ থানা সূত্র জানায়, আটক পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

0 মন্তব্যসমূহ