৩২ নং সড়কে সিগনালবিহীন কালভার্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত ৩ — অল্পের জন্য রক্ষা পেল প্রাণ



স্টাফ করেসপন্ডেন্ট :-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের কাচদহ থেকে রাঘবেন্দ্রপুরগামী ৩২ নং সড়কে নির্মাণাধীন একটি কালভার্টে কোনো ধরনের সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে ভোটের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার মাঝখানে কালভার্ট নির্মাণের কাজ চললেও সেখানে কোনো সিগনাল লাইট, ব্যারিকেড, লাল পতাকা কিংবা সতর্কতামূলক চিহ্ন বসানো হয়নি। ফলে রাতের অন্ধকারে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকেরা বিষয়টি বুঝতে না পেরে সরাসরি গর্তে পড়ে যান। এতে তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের নাকের হাড় ভেঙে যায় এবং অপর দুইজনের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।


স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্থানে পাশ দিয়ে একটি ছোট বাইপাস রাস্তা থাকলেও সেটি স্পষ্টভাবে চিহ্নিত না থাকায় সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে সরাসরি মূল সড়ক দিয়েই চলাচল করেন, যা দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।


এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। কাজ শুরুর আগেই যদি রাস্তার দুই পাশে বাঁশ, ব্যারিকেড বা সিগনাল লাইট বসানো হতো, তাহলে এমন দুর্ঘটনা ঘটত না। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনা-সমালোচনা চলছে।


এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে নির্মাণাধীন স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের অবহেলা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ