নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) দিনাজপুর–৬ আসন (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করেছেন দলটির মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার (২৫ ডিসেম্বর ২০২৫) নির্ধারিত সময় অনুযায়ী তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জানা গেছে, মনোনয়নপত্র গ্রহণের মধ্য দিয়ে দিনাজপুর–৬ আসনে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। আগামী দিনে জনসংযোগ, গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0 মন্তব্যসমূহ