নবাবগঞ্জের আশুরার বিলে যৌথ অভিযান: লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস


ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপেন্ডেন্ট : মঙ্গলবার: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুরার বিল এলাকায় আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে এক অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জব্দকৃত জালের মধ্যে ছিল চায়না দুয়ারি জাল (প্রায় ২০০০ মিটার), কারেন্ট জাল ও বের জালসহ প্রায় ৫০০ মিটারেরও বেশি অবৈধ জাল। অভিযানের সময় মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্টদের সর্তকতামূলক জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, মৎস্য দপ্তরের কর্মীরা, সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা। আশুরার বিলে দীর্ঘদিন ধরেই একটি গোষ্ঠী অবৈধভাবে মাছ শিকার করে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ ছিল। এ বিষয়ে নজরদারি বাড়িয়ে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) জানান, “বিলের জীববৈচিত্র্য রক্ষা, মৎস্যসম্পদ টিকিয়ে রাখা এবং অবৈধ মাছ শিকার বন্ধে আমাদের এই অভিযান। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত এমন অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসনের প্রতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ