ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপেন্ডেন্ট
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়ে মোছাঃ রুমি আক্তার রিতা (১৭) নামে এক শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের আখিড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রিতা দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ছিলেন। এবারের এসএসসি পরীক্ষায় গণিতসহ দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানায় পরিবার।
স্থানীয় সূত্র জানায়, রিতার মা অসুস্থ থাকায় গত কয়েকদিন ধরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। রিতা বাড়িতে একা ছিলেন। দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে বিষ পান করে সে তার মাকে ফোনে বিষয়টি জানায়। রিতার মা এরপর পাশের বাড়িতে থাকা বড়মা মোছাঃ নুর বানুকে ফোন করে ঘটনা জানান।
রিতার বড়মা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি রিতার ঘরে গিয়ে দেখেন সে ছটফট করছে। পরে স্থানীয় একটি ভ্যানে করে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. স. মু. আল আফ মুকসিত বলেন, “বিকেল ৬টা ৪৫ মিনিটে রিতাকে জরুরি বিভাগে আনা হয়। তার অবস্থা ছিল আশঙ্কাজনক। দ্রুত রেফার করার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে অ্যাম্বুলেন্সে ওঠানোর সময়েই তার মৃত্যু হয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।”
রিতার শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফজলুর রহমান বলেন, “রিতা আমাদের প্রতিষ্ঠানের নিয়মিত ছাত্রী ছিল। তার এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ বছর গণিত বিষয়ে কিছু শিক্ষার্থীর ফল খারাপ হয়েছে। কিন্তু ফল খারাপ হওয়ায় এমন চরম সিদ্ধান্ত গ্রহণ করা কারও কাম্য নয়।”
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মতিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
রিতার অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরীক্ষায় ব্যর্থতাকে সহজভাবে মেনে নেওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
0 মন্তব্যসমূহ