দিনাজপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২, পলাতক ২

 

ওয়ায়েস কুরুনী, স্টাফ করেসপন্ডেন্ট

দিনাজপুর: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), দিনাজপুরের পৃথক অভিযানে ৬০০ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হলেও আরও দুইজন অভিযুক্ত পালিয়ে যায়।

প্রথম অভিযানে, ৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ ভোর ৫টা ৩৫ মিনিটে, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের লিলির মোড় এলাকা থেকে একটি নাবিল পরিবহনের বাসযাত্রী মোঃ শাহিন আলম ওরফে সাদ্দাম (২৭) কে ৬০০ পিস ইয়াবাসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মোঃ ফারুক হোসেন (৪৩) কে বালুয়াডাঙ্গা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, শাহিন আলমের বিরুদ্ধে ৫টি ও ফারুক হোসেনের বিরুদ্ধে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

অন্যদিকে, একই দিনে বিকাল ৩টা ১০ মিনিটে, দিনাজপুরের বিরল উপজেলার বৈরাগীপাড়া এলাকায় করিমুল ইসলামের বসতবাড়ির একটি কক্ষ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় করিমুল ইসলাম (৪২) ও তার ভাই শরিফুল ইসলাম (৪৫) পুলিশ উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক দুই ভাইয়ের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

ডিবি জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ