ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অনুমোদনবিহীন ওষুধ (ফ্রিজিশিয়ান স্যাম্পল) বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) এ অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল হক। অভিযানকালে ড্রাগ সুপার দিনাজপুর মোঃ আমিনুল ইসলাম ও নবাবগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে নবাবগঞ্জ উপজেলার শিফা ফার্মেসিতে ফ্রিজিশিয়ান স্যাম্পল বিক্রির প্রমাণ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অননুমোদিত ওষুধ বিক্রি, বিশেষ করে ফ্রিজিশিয়ান স্যাম্পল বিক্রি সম্পূর্ণ অবৈধ এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানান ইউএনও মোঃ আশরাফুল হক।
0 মন্তব্যসমূহ