নিজস্ব প্রতিবেদক :দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা মিলনায়তনে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাদ্দিস ড. এনামুল হক, অধ্যাপক আ স ম ইব্রাহিম ও অধ্যাপক মোঃ নজরুল ইসলাম।
বক্তারা বলেন, নৈতিকতা ও আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামি মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের মাধ্যমে দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দসহ বাছাইকৃত কর্মীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ