দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেল ৫টা ১০ মিনিটে উপজেলার আমবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নবাবগঞ্জ থানার এসআই মোঃ এমদাদুল হকের নেতৃত্বে এএসআই সেকেন্দার আলী, এএসআই মাসুদ রানা, কনস্টেবল হিরণ কুমার, মুনাফ আলী, সোহেল রানা ও নারী কনস্টেবল নুরবাননা চম্পা অভিযানে অংশ নেন।
অভিযানকালে আমবাড়ি বাজারে আব্দুল আলিমের কাঁচা সবজির দোকানের সামনে থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ দুইজন নারী ও একজন পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
0 মন্তব্যসমূহ