দিনাজপুর নবাবগঞ্জে ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক

 


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেল ৫টা ১০ মিনিটে উপজেলার আমবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নবাবগঞ্জ থানার এসআই মোঃ এমদাদুল হকের নেতৃত্বে এএসআই সেকেন্দার আলী, এএসআই মাসুদ রানা, কনস্টেবল হিরণ কুমার, মুনাফ আলী, সোহেল রানা ও নারী কনস্টেবল নুরবাননা চম্পা অভিযানে অংশ নেন।

অভিযানকালে আমবাড়ি বাজারে আব্দুল আলিমের কাঁচা সবজির দোকানের সামনে থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ দুইজন নারী ও একজন পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ