নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত



 ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি 

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা এবং নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃমুনতাসির মাহাফুজ।


উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা চলাকালীন সময়ে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও কমিটির সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ-ব্যবস্থা, যানবাহন চলাচল, স্বাস্থ্যসেবা এবং সার্বিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ