ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট
দিনাজপুরের নবাবগঞ্জে ভাতা কার্ড করে দেওয়ার নাম করে কয়েকজন নারীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগপত্রে জানা যায়, উপজেলার হরিপুর বাশটেক গ্রামের ছয়জন ভুক্তভোগী নারী—মোছাঃ মাজেদা বেগম, বুলবুলি বেগম, নাছিমা বেগম, রুজিনা বেগম, পারুল বেগম ও খাদিজা বেগম—অভিযোগ করেছেন যে, মোছাঃ আরজিনা শিরিন (জাতীয় পরিচয়পত্র নং ৩৭৪৯৫৫৯৩৭৭) নামের এক নারী তাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ নেন।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিবন্ধী ভাতা কার্ড, মাতৃত্বকালীন ভাতা, শিশু ভাতা কার্ড, চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ঠিক করা এবং সেলাই মেশিনের প্রশিক্ষণ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোট কয়েক হাজার টাকা হাতিয়ে নেন তিনি। কিন্তু পরবর্তীতে কার্ড বা সুবিধা না দিয়ে টালবাহানা শুরু করেন। এমনকি তার স্বামী জানিয়েছেন, তিনি তিন মাস ধরে বাড়িতে থাকেন না। ফোনে যোগাযোগ করলে কখনো রিসিভ করেন না, আবার কখনো ফোন বন্ধ রাখেন।
অভিযোগে আরও বলা হয়েছে, আরজিনা শিরিন ভুক্তভোগীদের বিএনপির নাম ভাঙিয়ে হুমকি দিতেও থাকে। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করতে বাধ্য হন।
ভুক্তভোগীরা দ্রুত তদন্তপূর্বক টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ