স্টাফ করেসপন্ডেন্ট
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ইসলামিক রিলিফ-বাংলাদেশের উদ্যোগে ও ইসলামিক রিলিফ-কানাডার অর্থায়নে বাস্তবায়িত “সার্পোট” প্রকল্পের আওতায় বসতবাড়ীতে জলবায়ু সহনশীল সমন্বিত খামার শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বেড়ামালিয়া পশ্চিম পাড়া স্বনির্ভর দলের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হালিম উদ্দিন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কেরামত আলী। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমানে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ বিরাজ করছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর। এ প্রেক্ষাপটে “বসতবাড়ীতে জলবায়ু সহনশীল সমন্বিত খামার” একটি সময়োপযোগী উদ্যোগ, যা প্রান্তিক কৃষকদের আয় রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মৎস্য কর্মকর্তা মো. হালিম উদ্দিন মাছ চাষে জলবায়ু সহনশীল বিভিন্ন কৌশল যেমন—পানি পরিষ্কার রাখার পদ্ধতি, লবণ প্রয়োগ, মাছের খাবার ব্যবস্থাপনা, রোগ-বালাই নিয়ন্ত্রণ ও পোনার ঘনত্ব ইত্যাদি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কেরামত আলী বসতবাড়ীতে সবজি চাষ, কেঁচো সার তৈরির গুরুত্ব, মালচিং ব্যবহার, কলস পদ্ধতিতে সেচ, ফেরোমন ট্র্যাপ ও ইয়োলো কার্ড ব্যবহার, আগাম সবজি চাষসহ আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ইসলামিক রিলিফ-বাংলাদেশ নবাবগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নে প্রকল্পের আওতায় বসতবাড়ীতে জলবায়ু সহনশীল সমন্বিত খামার কার্যক্রম বাস্তবায়ন করছে। এর ফলে কৃষক পরিবারগুলো জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে টেকসই জীবিকা গড়ে তুলতে সক্ষম হবে।
0 মন্তব্যসমূহ