পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়, নবাবগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নোটিশ


স্টাফ করেসপন্ডেন্ট 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কবুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুবোধ কুমারের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিস তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।


উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট বিদ্যালয় পরিদর্শনে গিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা দেখেন, শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন হারে পরীক্ষা ফি আদায় করা হয়েছে। অথচ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের নিকট থেকে কোনো ফি গ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছেন। পাশাপাশি স্লীপ-২০২৫ বরাদ্দ থেকে শিক্ষার্থী প্রতি ৫০ টাকা হারে পরীক্ষার ব্যয় মেটানোর নির্দেশনা রয়েছে।


এ অবস্থায় নিষেধাজ্ঞা অমান্য করে ফি আদায় করাকে অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির শামিল হিসেবে বিবেচনা করেছে উপজেলা শিক্ষা অফিস। ইতোমধ্যে এ অভিযোগ স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকায়ও প্রকাশিত হয়েছে।


এ বিষয়ে প্রধান শিক্ষক সুবোধ কুমারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৬ অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তাকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।


নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে জবাব প্রদান না করলে একতরফা সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ