নবাবগঞ্জ বাজারে নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 

ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর :-দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে বাজারে আনা ২.৩ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন-১৯৫০ অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়।


রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নবাবগঞ্জ বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন।


মৎস্য কর্মকর্তারা জানান, পরিবেশ ও মাছের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় দেশে আফ্রিকান মাগুর মাছ চাষ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ মাছ দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করে এবং পানির পরিবেশ বিপর্যস্ত করে তোলে।


অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, অবৈধ ও ক্ষতিকর মাছ বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ