নবাবগঞ্জে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন অকার্যকর ও জরিমানা


ওয়ায়েস কুরুনী, নবাবগঞ্জ (দিনাজপুর) 

দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভোরবেলার অভিযানে একটি ড্রেজার মেশিন অকার্যকর করা, পাইপ ভেঙে ফেলা ও বালুবাহী ট্রাক্টর আটক করা হয়েছে।


১৭ অক্টোবর (বৃহস্পতিবার) ভোরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। যে ড্রেজারটি অকার্যকর করা হয়েছে, সেটি দিয়ে পীরগঞ্জ এলাকায় বালু উত্তোলন করা হতো।


অভিযানে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মোঃ আব্দুল মমিন, মোঃ হাবিবুর রহমান ও মোঃ নুরুল হক নামের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাদের মধ্যে বালু ব্যবসায়ী মোঃ নুরুল হককে ৫০ হাজার টাকা এবং মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ