তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক — নবাবগঞ্জে সাবেক ছাত্রনেতা এজেএম শাহাবুদ্দিন সুজনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণমিছিল



ওয়ায়েস কুরুনী, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের অঙ্গীকারে এক বিশাল লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নবাবগঞ্জ উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, গ্রামীণ জনপদ ও প্রত্যন্ত অঞ্চলে এই কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দিনাজপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা এজেএম শাহাবুদ্দিন সুজন।


গণমিছিলে কয়েক হাজার দলীয় নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তাঁরা হাতে লিফলেট নিয়ে তরুণ ভোটারদের মাঝে ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’— এই স্লোগান ছড়িয়ে দেন।


গণমিছিল শেষে বক্তব্য রাখেন এজেএম শাহাবুদ্দিন সুজন। তিনি বলেন,


“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে তৃণমূলের ঐক্যই হবে প্রধান অস্ত্র। সকল বিভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে মাঠে কাজ করতে হবে।”


তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণের ভোটেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে, তাই তরুণ প্রজন্মকে ভোটের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে আহ্বান জানানো হচ্ছে।


এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইজদানি আহম্মেদ রাসেল বলেন,


“আগামী জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে নানান পক্ষ থেকে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য অপপ্রচার ও গুজব ছড়ানোর চেষ্টা হতে পারে। বিএনপির নেতাকর্মীদের বুদ্ধিমত্তা ও সতর্কতার সঙ্গে এসব গুজবের জবাব দিতে হবে।”


স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে পুরো ভাদুরিয়া ইউনিয়ন মুখরিত হয়ে ওঠে দলীয় স্লোগান ও তারুণ্যের উচ্ছ্বাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ