রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ



ওয়ায়েস কুরুনী, নবাবগঞ্জ (দিনাজপুর) 

কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০ ২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠ পর্যায়ে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) নবাবগঞ্জ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজওয়ানুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ইলিয়াস ও মোঃ কেরামত আলী।


বসতবাড়ির ১৮০ জন ও মাঠ পর্যায়ের ৩২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং রবি মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখবে।


বাস্তবায়নে: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নবাবগঞ্জ, দিনাজপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ